অবৈধ ও অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধে দ্বিতীয় দফায় অভিযানের দ্বিতীয় দিনে রাজধানীর ৭টি প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দুদিনে ১৫টি অনিবন্ধিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো।
মঙ্গলবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার সহকারী পরিচালক ডা. মো. বিল্লাল হোসেন কে এ তথ্য জানান।
ডা. মো. বিল্লাল হোসেন জানান, অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক চলতে দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে। সারাদেশেই আমাদের অভিযান চলছে।