প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ৫:১০ পূর্বাহ্ণ
রাজধানীতে পুলিশ প্লাজার সামনে ইন্টারনেট ব্যবসায়ী সুমনকে প্রকাশ্যে গুলি করে হত্যা-মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
রাজধানীতে পুলিশ প্লাজার সামনে ইন্টারনেট ব্যবসায়ী সুমনকে প্রকাশ্যে গুলি করে হত্যা-মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
ঢাকা প্রতিনিধি।।
রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে ইন্টারনেট ব্যবসায়ী টেলি সুমন ওরফে সুমনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম বলেন, ২০ মার্চ রাত ৯টার দিকে পুলিশ প্লাজার উত্তর পশ্চিম পাশে ফজলে রাব্বি পার্কের পূর্বদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ইন্টারনেট ব্যবসায়ী টেলি সুমন ওরফে সুমনকে। এ ঘটনায় গুলশান থানায় মামলা করেন নিহতের স্ত্রী মৌসুমী আক্তার।

হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই র্যাব ছায়া তদন্ত করে আসছিল। পরে ২৫ মার্চ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল সুমন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী দুজনসহ মূলহোতাকে গ্রেফতার করে।
গ্রেফতারদের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে বুধবার (২৬ মার্চ) উত্তরা র্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.