প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৫, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ৫:০৮ পূর্বাহ্ণ
রাজধানীতে প্রকাশ্যে স্বামী-স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়েছে কিশোর গ্যাং-সেকেন্ডে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে,কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
রাজধানীতে প্রকাশ্যে স্বামী-স্ত্রীকে
রামদা দিয়ে কুপিয়েছে কিশোর গ্যাং-সেকেন্ডে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে,কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
ঢাকা প্রতিনিধি।।
ভুক্তভোগী দুজন স্বামী-স্ত্রী। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
এরই মধ্যে এ ঘটনার কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে
পড়েছে
জনসম্মুখে দম্পতিকে কোপানোর ভিডিওতে দেখা যায়, ক্ষিপ্ত হয়ে দুই যুবক ওই দম্পতিকে রামদা দিয়ে আঘাত করছে। এসময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। ঘটনার পর আতঙ্কে রয়েছেন উত্তরার বাসিন্দারা।
ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রংয়ের শার্ট পরিহিত দুই যুবক একজন ভুক্তভোগী পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারী পথচারীকে রামদা দিয়ে কোপাচ্ছে।
স্থানীয়রা জানান, কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা উত্তরা সেক্টরের ভেতরে উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতিতে চালাচ্ছিল। এসময় তাদের মোটরসাইকেল একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলে ভুক্তভোগী দম্পতি এ ঘটনার প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে রামদা দিয়ে ওই দম্পতিকে কোপাতে থাকে।
একপর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.