প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ১:৫১ পূর্বাহ্ণ
রাজধানীতে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল বিস্ফোরণ-পুলিশের এএসআই-আহত
রাজধানীতে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল বিস্ফোরণ-পুলিশের এএসআই-আহত
ঢাকা প্রতিনিধি।।
রাজধানীর পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি এবং পল্লবী থানা গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি-মোট তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় থানা গেটের সামনে অপেক্ষমাণ পল্লবী থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) মো. নুর ইসলাম আহত হয়েছেন। (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটায় এবং মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণে থানা গেটের সামনে দায়িত্বে থাকা পল্লবী থানার এএসআই (নি.) মো. নুর ইসলাম আহত হন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে নগরবাসীকে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.