প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ৭:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২২, ৮:০৩ অপরাহ্ণ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৯৪ জনকে আটক
নগর সংবাদ।। রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৯৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেন, আটকের সময় তাদের কাছ থেকে ৮ হাজার ২৬৫ পিস ইয়াবা, ৯৫৬.৮ গ্রাম ৪০৫ পুরিয়া হেরোইন, ১৬৬ কেজি ৫৪০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা ও ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭ টি মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.