শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
তাদের হাসপাতালে নিয়ে আসা বন্ধু শাহাদত হোসেন বলেন, বিকেলে আহত দুজনসহ হাজারের মতো লোকজন একসঙ্গে ঢাকা-২ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের সমর্থনে মিছিল করছিলেন। মিছিলটি ঝাউচর কাঁচাবজার এলাকায় এলে তাদের ওপর অতর্কিত হামলা হয়।
ধারণা করা হচ্ছে, বিএনপির লোকজন এ হামলা চালিয়ে শিবা ও তানভীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতরা হলেন- মো. শিবা (৩০) ও মো. তানভীর (২০)। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, কামরাঙ্গীরচরে দুই যুবক ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে তানভীরের পিঠে, শিবার পিঠে ও বাম হাতে আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।