নগর সংবাদ।। রাজধানীর উত্তরখানে এক গৃহবধূ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তিনি নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
রোববার (১৪ নভেম্বর) ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকার উত্তরখানের মাস্টারপাড়া মাজার রোডের একটি বাড়ি থেকে এক নারী কান্নাজড়িত কণ্ঠে ৯৯৯-এ ফোন করে জানান, তার প্রবাসী স্বামী তাকে ঠিকমত ভরণ-পোষণের টাকা দেন না। শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিকভাবে নির্যাতন করেন। আট বছর বয়সী ছেলে সন্তান ও চার বছর বয়সী মেয়ে সন্তান নিয়ে তিনি খুব অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন। তিনি আর বেঁচে থাকতে চান না, তাই অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছেন।
পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯-এর কলটেকার ওই নারীর সঙ্গে কথোপকথনে বাসার ঠিকানা জেনে নেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে উত্তরখান থানায় জানানো হয়। সংবাদ পেয়ে উত্তরখান থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
পরে উত্তরখান থানার এস আই মাইনুদ্দীন ৯৯৯-কে ফোনে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে প্রতিবেশীদের সহায়তায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তার পাকস্থলী পরিষ্কার করা হয়।
৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার আরও বলেন, সকালে ওই নারীর খবর নেওয়ার জন্য ফোনে যোগাযোগ করা হলে জানা যায়, তিনি সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। তাকে ৯৯৯ ও থানা পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, কোনো আইনি সহায়তার প্রয়োজন হলে তা করা হবে।