প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৫, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৪, ১:০১ পূর্বাহ্ণ
রাজধানীর মালিবাগে স্কয়ার মার্কেটের ভবনের নির্মাণ কাজ করতে ক্রেন ভেঙে শ্রমিক নিহত
রাজধানীর মালিবাগে স্কয়ার মার্কেটের ভবনের নির্মাণ কাজ করতে ক্রেন ভেঙে শ্রমিক নিহত
ঢাকা প্রতিনিধি।।
মালিবাগে ক্রেন ভেঙে শ্রমিক নিহত ক্রেন ভেঙে নিচে পড়ে নাঈম (১৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ক্রেনচালকসহ তিনজন। রোববার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর মালিবাগ মোড়ে স্কয়ার মার্কেটে ঘটে এ ঘটনা। আহতরা হলেন জিয়ারুল (২০), সাদেক (২০) ও নোমান (২৭)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান মো. শাকরান। তিনি বলেন, নির্মাণাধীন স্কয়ার মার্কেটের ৪৫ তলা ভবনের আন্ডারগ্রাউন্ডের কাজ চলছিল। ক্রেন দিয়ে মাটি উঠানোর সময় ক্রেন ভেঙে নিচে পড়ে যায়। এতে নাইম গুরুতর আহত হন। আর ক্রেনচালক নোমান পায়ে আঘাত পান। এরমধ্যে নাঈমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ক্রেন ভেঙে এর সহকারী নাঈম নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.