নগর সংবাদ।।রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকার একটি বাসা থেকে রুমি আক্তার (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামীর সঙ্গে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রুমির স্বামী রাজু বলেন, আমার স্ত্রী ডাক্তার দেখানোর জন্য এক হাজার টাকা চেয়েছিল। আমি বললাম যে টাকা আছে তা দিয়ে ঘরভাড়া দেবো, তুমি কয়েকদিন পরে নাও। এ নিয়ে আমার সঙ্গে কথাকাটাকাটি হয়। এরপর আমি বাইরে চলে যাই।
তিনি বলেন, পরে আমার স্ত্রী অভিমান করে বাথরুমে ঢুকে কাপড় রাখার লোহার রডের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয়।দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজু আরও বলেন, আমি পেশায় গাড়িচালক। আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর থানায়। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকার একটি বাসার ভাড়া থাকি। আমাদের এক মেয়ে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।