মেহেদী হাসান তুষারঃ
ফরিদপুর জেলার কোতয়ালী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি এলাকা হতে ৯৩২০ পিস ইয়াবা ও ৮৪ বোতল ফেনসিডিলসহ ০৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও দুইটি মোটরসাইকেল জব্দ।* গতকাল ৩১ মে ২০২৪ খ্রিঃ তারিখ রাত ০০.০৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী সদর থানাধীন কাফুরা মুন্সিবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২৭,৯৬,০০০ (সাতাশ লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা মূল্যমানের ৯৩২০ (নয় হাজার তিনশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আলামিন প্রামানিক (৩০), পিতা- মোঃ বাবর আলী প্রামানিক, ২। মোঃ কোরবান আলী(৩৭), পিতা-মোঃ আক্তার আলী, ৩। মোঃ সোহাগ শেখ (২৮), পিতা- মোঃ আক্তার আলী, সর্ব সাং- বিনোদপুর কলেজ পাড়া, সর্ব থানা-রাজবাড়ী সদর, সর্ব জেলা- রাজবাড়ী বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস ও নগদ ২৫,৫০০ (পঁচিশ হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়। এছাড়া গতকাল ৩১ মে ২০২৪ খ্রিঃ তারিখ দুপুর ১৪.০০ ঘটিকায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২,৫২,০০০/-(দুই লক্ষ বায়ান্ন হাজার) টাকা মূল্যমানের ৮৪ (চুরাশি) বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের ১। মিরাজুল ইসলাম (২৪), পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং-পাথিলা, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা, ২। আবু সাইদ আব্দুল্লাহ (৪৪), পিতা- মতিয়ার রহমান, সাং- সামন্তা, চারাতলা পাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ, ৩। মোঃ খোকন মিয়া (৪২), পিতা- মৃত মনির হোসেন, সাং-মাইল বাড়ীয়া,ঢাকাপাড়া, থানা-মহেশপুর, জেলা- ঝিনাইদহ বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল ও নগদ ৭৩০ (সাতশত ত্রিশ) টাকা জব্দ করা হয়।