রাজভবন অভিযান করতে গিয়ে, পুলিশের হাতে গ্রেফতার ও আহত কংগ্রেস কর্মীরা।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
১২ ই আগস্ট মঙ্গলবার, ঠিক দুপুর একটায়, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে এবং শুভঙ্কর সরকারের আহবানে, কেন্দ্রীয় সরকারের ভোট চুরির প্রতিবাদে মিছিল করে রাজভবন অভিযান করতে গিয়ে, পুলিশের হাতে গ্রেপ্তার হন, রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের কর্মীরা।
আজকের মিছিলে উপস্থিত ছিলেন, রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, সহ-সভাপতি মোহাম্মদ মুস্তাক, সুমন পাল, সাধারণ সম্পাদক কৃষ্ণা দেবনাথ, সম্পাদক আশুতোষ চ্যাটার্জী, জেলা সভাপতি প্রদীপ প্রসাদ, কিশান কংগ্রেসের চেয়ারম্যান তপন দাস,সৌরভ ঘোষ, পার্থ ভৌমিক সহ অন্যান্য নেতা নেতৃবৃন্দ।
তাহাদের দাবী আমরা এস আই আর মানছি না, এবং ভোটার লিস্টে মৃত ভোটারের নাম, ভুয়া ভোটারের নাম তালিকাভূক্ত থাকায়, এবং যেভাবে ভোট চুরি করছে কেন্দ্রীয় সরকার,
তাহার বিরুদ্ধে রাহুল গান্ধী সহ বিরোধী দল নেতা ও নেতৃবৃন্দরা পার্লামেন্টের পাশে মিছিল করতে গিয়ে যেভাবে দিল্লি পুলিশের হাতে নিগ্রহ এবং অত্যাচারিত হয়েছেন,
আমরা তারই প্রতিবাদে আজ রাজভবন অভিযান করছি, ভারতবর্ষে নির্বাচন কমিশনকে সাথে রেখে যেভাবে ভোট চুরি হাত পেতেছেন, ভোটে জেতার চেষ্টা করছেন, আমরা তা হতে দেব না, অবিলম্বে মৃত ভোটারের নাম ও ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। এর সাথে সাথে কটাক্ষো করে বলেন,
ভারতবর্ষের নরেন্দ্র মোদী ভোট চুরি করবে, টাকা চুরি করবে, মানুষ মারা যাবে, চাকরি চুরি করছে, নরেন্দ্র মোদী দেশের কাছে একটি অভিশাপ, এক নম্বর দেশদ্রোহী। আজকের অভিযানে কংগ্রেসকর্মীরা বলেন, আমরার রাহুল গান্ধীর পথ অনুসরণ করে চলেছি,কোনো বাধায় আমাদেরকে আটকে রাখতে পারবেনা,
এর সাথে সাথে বলেন, পশ্চিমবঙ্গে ভোট চুরি হয় জানি, মানুষকে মারে জানি, কিন্তু সেগুলো চোখে দেখা যায়, আমরা কাছ থেকে দেখতে পাই। এই প্রতিবাদ নিয়ে মিছিল যখন ঠিক রাজভবনের কাছাকাছি পৌঁছায় তার অনেক আগে থেকেই প্রশাসনের তরফ থেকে ব্যারিকেট করে আটকে দেয়া হয়।,
কংগ্রেসকর্মীরা ব্যারিকেট ভাঙতে গেলে, পুলিশ প্রশাসনের লোকজন কংগ্রেস কর্মীদের উপর লাঠিচার্জ করে, তাহলে বেশ কয়েকজন আহত হয় এবং কয়েকজনের মাথা ফেটে যায়,
উত্তেজিত হয়ে পড়ে কংগ্রেসকর্মীরা, তাহারা বলেন বিনা দোষে পুলিশ আমাদের উপর লাঠি চালিয়েছে।, শুধু তাই নয় আমাদের কংগ্রেস কর্মীদের যেভাবে পায়ে হাতে ধরে হিজড়াতে হিজজড়া তে ভ্যানে তুলেছেন, এমনকি রাজ্য সভাপতি কে যেভাবে ঠেল ঠেলতে ভ্যানে তুলেছেন,
পশ্চিমবঙ্গের লজ্জা কর ব্যবস্থা, প্রশাসনকে ধিক্কার জানাই, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি, এবং শান্তিপূর্ণ মিছিল করতে এসেছি,কিন্তু প্রশাসনের লোকেরা আমাদের উপর বিনা দোষে হামলা ও গ্রেফতার করেছে।। আমরা ন্যায় বিচার আদায় করে ছাড়বো।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””