রাজশাহীর তানোরে শ্বশুরবাড়িতে স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আলি উদ্দিন (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে। শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাঁচঅন্দর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিপা খাতুন (২৫) ও তার ছেলে মো. নুর (৬)। ঘটনার পর আলি উদ্দিনকে গণধোলাইয় দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, আলি উদ্দিন মাদকাসক্ত ছিলেন। একবছর আগে নিপা স্বামীর বিরুদ্ধে কোর্টে মামলা করে বাবার বাসায় অবস্থান করছিলেন। তাদের এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি। শনিবার বিকেলে ছেলেকে দেখান নাম করে আলি উদ্দিন শ্বশুরবাড়িতে যান। তখন বাড়িতে নেউ ছিলেন না। ফাঁকা বাসায় আলি নিপা ও পরে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করে। তাদের চিৎকারে স্থানীরা আলি উদ্দিনকে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেন। ওসি বলেন, ময়নাতদন্তের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।