স্টাফ রিপোর্টার- রাজশাহী মহানগরে অবস্থিত ৬ টি আবাসিক হোটেল গুলোতে চলছে রমরমা দেহ ব্যবসা পুলিশ ডিবি অভিযান পরিচালনা করলেও থামছে না এই দেহ ব্যবসা।এসব আবাসিক হোটেল গুলোতে দেহ ব্যবসার পাশাপাশি চলে মাদক সেবন। এতে অপরাধ বৃদ্ধি পাচ্ছে দিন দিন শহরের প্রাণকেন্দ্রে সাহেব বাজার এলাকায় ৫ টি আবাসিক হোটেলে চলছে এই অবৈধ দেহ ব্যবসা।হোটেল গুলো ভালো। গনপাড়া এলাকার হোটেল আশ্রয়, মালোপাড়া সর্নপট্টি এলাকার হোটেল ওয়েলকাম,ভুবন মহল পার্ক সংলগ্ন হোটেল পদ্মা, হোটেল সূর্যমুখী জিপিও সংলগ্ন বনলতা। এই সকল আবাসিক হোটেলের মূল হোতা হোসেল,মনির শিকদার ও আজাদ। আবাসিক হোটেল নামে পরিচিত থাকলেও দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার আড়ালে চলছে অনৈতিক কার্যকালাপ।আর এই হোটেল গুলোতে উঠতি বয়সি ছেলে মেয়েদের আনাগোনাই বেশি। বিশেষ করে কলেজ – বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।দীর্ঘ দিন ধরে হোটেল গুলোতে এই ব্যবসা চলার বিষয়টি শিকার করেছেন হোটেল গুলোর ম্যানেজাররা। সরেজমিন গিয়ে দেখা যায় সেখানে দাঁড়িয়ে আছে কয়েকজন দালাল যারা কাস্টমার নিয়ে হোটেলে যান।তবে বোয়ালিয়া ওসি সোহরাওয়ার্দীকে বিশেষ করে হোটেল মেন্টেল করে অনেক টাকা দিতে হয়।তিনি আরও বলেন প্রশাসনের অনেক কিছু মেনেজ করে এ কাজ করি। আরও খোঁজ নিয়ে জানা যায় ওসি বোয়ালিয়া নিজেই ডিল করে থাকেন।উল্লেখ্য পুলিশ ডিবি প্রতিনিয়ত আবাসিক হোটেল গুলোতে অভিযান অব্যাহিত রেখেছেন।তবুও আড়ালে হোটেল গুলোতে চলছে রমরমা দেহ ব্যবসা