আজ ১৪ই এপ্রিল রবিবার, সারাদেশে যখন নববর্ষ পালিত হচ্ছে, দোকানে দোকানে পালিত হচ্ছে হালখাতার পুজো, সেই সময় আজকের দিনে,
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের পরিচালনায়, কোলাঘাট টাউন শিপের বলাকা মঞ্চে পালিত হচ্ছে নববর্ষ ও বাংলা প্রতিষ্ঠা দিবস, উপলক্ষে বলাকা মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফ থেকে। এলাকার ছেলেমেয়েরা নাচ গান আবৃত্তি মধ্য দিয়ে আজকের নববর্ষে মেতে উঠেছিলেন ও দর্শকদের আনন্দ দিলেন,
এছাড়াও ছিল অন্যান্য অনুষ্ঠান, তথ্য সংস্কৃতি বিভাগের তরফ থেকে সকল অতিথিদের বরণ করে নেন এবং সম্মানিত করেন, আজ নববর্ষের প্রথম দিন, দিনটি বাঙালীদের কাছে প্রথম উৎসব, এই উৎসবটি বাংলা দিবস হিসাবে পালিত হয়,
আজকের দিনটিতে ছোট ছোট ছেলে মেয়েটিকে সকল বাঙালি পরিবার নতুন পোশাকে সেজে ওঠে এবং নতুন নতুন বাঙালি খাবারে পেট ভরিয়ে তুলে পেটুক বাঙ্গালীরা, তথ্য সংস্কৃতি বিভাগের তরফ থেকে সকল বাঙ্গালীদের নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন, শুধু তাই নয় যেন সকলে আনন্দে কাটায়, সারা বৎসর যেন আনন্দে ভরে উঠে, একে অপরের মিলনে সম্পর্ক যেন গভীর ভালোবাসায় পরিণত হয়, সাথে সাথে সকল ছোট ছোট শিশুদের নববর্ষের শুভেচ্ছা জানালেন।