রাত দখল, নারী ট্রান্স ক্যুইয়ার ঐক্য মঞ্চের ডাকে, আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পালিত
nagarsangbad24
-
প্রকাশিত: মার্চ, ৯, ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ
-
১২ ০৯ বার দেখা হয়েছে
রাত দখল, নারী ট্রান্স ক্যুইয়ার ঐক্য মঞ্চের ডাকে, আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পালিত হলো।
“সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ” কলকাতা বু্রো”
৮ই মার্চ শনিবার, ঠিক বিকেল পাঁচটায়, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর মিনি হলে, রাত দখল , নারী ট্রান্স ক্যুইয়ার ঐক্য মঞ্চের ডাকে, আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পালিত হলো। প্রায় দুইশোর বেশি সদস্য উপস্থিত ছিলেন। মঞ্চে উপস্থিত ছিলেন, শতাব্দী দাস, মহাশ্বেতা সমাদ্দার, শ্রীলেখা ঘোষ, ভারতী মহাশয়া সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

সভা শুরুর আগে একটি গন সংগীত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন, এর পর মঞ্চে একে একে বক্তারা সমাজে নারীরা কতটা অবহেলিত, কতটা অত্যাচারিত, দিনে দিনে কীভাবে নারীদের উপর ধর্ষন,খুন বেরে চলেছে,

শিশুদের উপর কীভাবে যৌথ নির্যাতন করা হচ্ছে, নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, বিভিন্ন লালসার স্বীকার হচ্ছে, তাহা আর জি করের ঘটনা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কিন্তু এখনও কোনো রকম সুবিচার পাননি।

সমস্ত মানুষ পথে নেমে প্রতিবাদ করেছে, আমরা দিনের পর দিন রাত দখল করেছি। আজ আমরা নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলেছি, কিন্তু সেটা আর করতে দেওয়া যাবে না। আজ এই ঐক্য মঞ্চের মধ্য দিয়ে ও আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দাবি আদায় করে নিতে হবে, সবাইকে রুখে দাঁড়াতে হবে, পিছিয়ে পড়লে হবে না।

এমনকি শ্রমজীবী মহিলাদের পাশে দাঁড়াতে হবে, শুধু তাই নয়, ট্রান্স ক্যুইয়ার দের পাশে থাকতে হবে, সমস্ত ন্যায্য দাবী একে একে সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে। আজ এই নারী দিবসে শপথ নিতে হবে, সবাই মিলে মিশে এই ঐক্য মঞ্চকে একটু একটু করে বড় করতে হবে। এবং বিভিন্ন জেলাতেও আন্দোলন গড়ে তুলতে হবে,

কোন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে নয়, সম্পূর্ণ অরাজনৈতিক দল হয়ে, আজ তাই একদিকে যেমন নারী দিবসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন, তেমনি আজ আমরা কয়েকটি প্রস্তাব তুলে ধরেছি,

যেখানে এর পরিপ্রেক্ষিতে সবাই নতুন নতুন প্রশ্ন তুলে ধরতে পারবে। সরকার এর কাছে আমাদের সকল দাবি জমা দিয়ে একটা একটা পথ বার করতে হবে। আজ নারী দিবস উপলক্ষে ছোট ছোট ছেলেমেয়েরা একটি পথ নাটিকাও করলেন।

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “” কলকাতা বু্রো”
এ বিভাগের আরও খবর...