সোমবার ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:৫৯
শিরোনামঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিরপুরে অগ্নিকাণ্ডের ১২ দিন পর পোড়া ধ্বংসস্তূপ থেকে অঙ্গার হওয়া স্বামীর লাশ শনাক্ত পরে স্ত্রীর লাশ মিললো ডি এন এ রিপোর্টে রাত পোহালেই ছট পুজো, টানা বৃষ্টির ফলে ক্রেতা ও বিক্রেতারা অস্বস্তিতে পড়লেন ও মাথায় হাত। জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশপত্র শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া যাবে-ঐকমত্য কমিশন। আগারগাও অবস্থিত নির্বাচন কমিশনের (ইসি) সামনে ককটেল বিস্ফোরণ চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর সাবেক স্ত্রী সামিরা সহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা ফুলের মালা পড়িয়ে কালী মায়ের পূজো হচ্ছে ৫০ বছর ধরে-বংশপরস্পরায়”আয়োজনে টালিগঞ্জ বয়েজ ক্লাব। আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য দেশি-বিদেশি কোনো রকমের চাপ নেই -প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সিরাজগঞ্জ-৫ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন মেজর (অব.) মনজুর কাদের প্রেসক্লাব অব ওয়ার্কিং জার্নালিস্ট এর পরিচালনায় সেরা সেরা বাঙালি সম্মান ২০২৫।

রাত পোহালেই ছট পুজো, টানা বৃষ্টির ফলে ক্রেতা ও বিক্রেতারা অস্বস্তিতে পড়লেন ও মাথায় হাত।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৭, ২০২৫, ১:৫১ পূর্বাহ্ণ
  • ৭ ০৯ বার দেখা হয়েছে

 

রাত পোহালেই ছট পুজো, টানা বৃষ্টির ফলে ক্রেতা ও বিক্রেতারা অস্বস্তিতে পড়লেন ও মাথায় হাত।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

আজ ২৬ শে অক্টোবর রবিবার।, রাত পোহালেই ছট পুজো, আর এই ছট পুজো বিহারী সম্প্রদায়ের বড় উৎসব,
তাই আজ বাজারে বাজারে জমে উঠেছে বিহারী সম্প্রদায়ের পূজোর উপকরণ কেনার ভিড়।

কিন্তু টানা বৃষ্টিতে বাজারে জল জমে বিক্রেতা ও ক্রেতাদের মাথায় হাত, এতটাই জল জমে গিয়েছে এবং বৃষ্টি না থামায় দূর দূরান্ত থেকে কেনাকাটা করতে এসে পরিবার নিয়ে আটকে পড়েছেন, তাহাদের চিন্তা কখন কেনাকাটা করবেন আর বাড়ি ফিরবেন। বৃষ্টির জলে বাজারে সাজানো ফলমূল বেশিরভাগ জলে ডুবে গিয়েছে। কেউ কেউ বৃষ্টিতে ভিজে বাধ্য হচ্ছেন কেনাকাটা করে বাড়ি ফিরতে।

বাঙ্গালীদের বড় উৎসব যেমন দুর্গা পুজো, কালীপুজো, জগধাত্রী পুজো, বাঙালিরা যেমন নতুন জামা কাপড় পড়ে পুজো কদিন আনন্দ উপভোগ করেন, খাওয়া-দাওয়া থেকে শুরু করে নিত্য নতুন জায়গায় ঘোড়া এবং ঠাকুর দেখা, চলে একমাস ধরে নতুন জামা প্যান্ট কেনাকাটা।

বাজারে গিয়ে দেখা গেল ছট পূজোর জিনিসপত্রের দাম আগুন।একটা কলার কাঁদির দাম মিনিমাম ৩০০ থেকে ৬০০ টাকা,
একটা গোটা আঁখ ৭০ থেকে ৮০ টাকা। একটা নারকেল ৬০ টাকা থেকে ৮০ টাকা, ফলের দাম মিনিমাম দেড়শ টাকা থেকে আড়াইশো টাকা, এছাড়াও ফুলের দাম গাঁদা ফুলের মালা দাম এক পিস আশি টাকা থেকে ১০০ টাকা, আদা গাছ এক ডজন ৬০ টাকা থেকে ৮০ টাকা।

কিন্তু দাম বাড়লেও কিছু করার নাই, ক্রেতারা চেষ্টা করছেন মাকে সন্তুষ্ট করার জন্য যতটা সম্ভব কেনার।

তেমনি বিহারী সম্প্রদায়ের এই ছট পুজো হল বড় উৎসব, সকলের মেলবন্ধন, এই ছট পুজো উপলক্ষে

 বিহারী সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিত হয়, এমনকি এই পুজোতে নতুন জামা কাপড় পড়ে তারা গঙ্গাঘাটে বাজনা বাদ্যি সহকারে পুজো দিতে যান, এটি বিহারী সম্প্রদায়ের মানুষের কাছে বড় আনন্দ উৎসব, বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজনের ভিড়।

আর বিহারী সম্প্রদায়ের মানুষের কাছে জানা গেল, তাদের এই উৎসবের মূল উপকরণ হল কলা কাঁদি আর আঁখের গাছ, এছাড়া কখনোই পুজো পরিপূর্ণ নয়, তাহার সাথে সাথে বিভিন্ন উপকরণও লাগে, বিভিন্ন ফল নারিকেল হলুদ গাছ

থেকে শুরু করে অন্যান্য সামগ্রী, তাই তাহারা বলেন বাজার করার পর আমাদেরকে অনেক কিছু নিয়ম মেনে গোছগাছ করতে হয়। যাহাতে কোনরকম বাধার সম্মুখীন না হতে হয়। এই পুজোটাই আমাদের কাছে বড় পুজো।

তাহার সাথে সাথে তারা বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, এই ছট পুজোকে যেভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন, যেভাবে বিহারী সম্প্রদায়ের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন,

আমরা কৃতজ্ঞ, বাঙ্গালীদের পূজোর সাথে সাথে আমাদের পূজোকেও সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছেন।, আমাদের আনন্দ দেয়ার চেষ্টা করেছেন,

ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসন থেকে শুরু করে কে এম সির অফিসারদের, যাহারা ঘাটে ঘাটে

আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং আমাদের ছট পুজো শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করছেন,

যাহাতে কোন রকম গন্ডগোলের সৃষ্টি না হয় তাহার উপর সতর্কতামূলক দৃষ্টি আকর্ষণ করায়।

কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাবো মহানগরী ফিরাদ হাকিমকে, এই ছট পুজোকে কেন্দ্র করে, প্রতিটি ঘাটে পরিদর্শনে যান। ধন্যবাদ জানাবো এলাকার সকল কাউন্সিলরদের

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell