কুড়িগ্রামের উলিপুরে রান্নাঘরের বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলেয়া বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মিয়াজি পাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আলেয়া বেগম উপজেলার তবকপুর ইউনিয়ন মিয়াজি পাড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। তিনি তিন সন্তানের মা ছিলেন।
স্থানীয় ইউপি মেম্বার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রান্নাঘরে কাজ করতে যান আলেয়া বেগম। তিনি বাতি জ্বালাতে গেলে ত্রুটিযুক্ত সুইচের তারে হাত পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাদিয়া জেরিন বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়।