প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৩, ৬:৪০ পূর্বাহ্ণ
রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত এই রথযাত্রা উৎসবকে ঘিরেই আজকের সাংবাদিক বৈঠক
রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত এই রথযাত্রা উৎসবকে ঘিরেই আজকের সাংবাদিক বৈঠক করলেন।
রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
আজ উনিশে জুন, সোমবার, বেলা দুটোয় কামারহাটি রথ তলায় এক সাংবাদিক বৈঠক করলেন মাননীয় বিধায়ক মদন মিত্র মহাশয়।,,, আগামীকাল এই রথ তলা থেকেই ৩৩ ফুট উচ্চতা বিশিষ্ট তিনটি রথ শোভাযাত্রা সহকারে মাসির বাড়ি যাবেন,,, সঙ্গে এক টন ফুল জগন্নাথ দেবকে সাজানোর জন্য আনা হচ্ছে.....। আর তার সাথে সাথেই রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত এই উৎসব এবং আড়িয়াদহ থেকে রথ তলায় উঠে আসার ইতিহাস ও পর্যটকদের টানতে বিভিন্ন ঘোষণা আজকের এই সাংবাদিক বৈঠক থেকেই প্রচার সারলেন, । ২০০ বছরের প্রাচীন ইতিহাস রামকৃষ্ণ পরমহংসদে বেলঘড়িয়ায় রথ তোলার মতিলালসেন ঠাকুরবাড়ি রথ দেখতে এসেছিলেন। সেই মতিলাল সেন ঠাকুরবাড়ি রথ একসময় বন্ধ হয়ে যায়। কিন্তু বেলঘড়িয়া নিবাসী এক মহিলার ছোট্ট একটি লোহার রদ দেওয়া থেকেই শুরু হয় স্থানীয় ক্লাবের এই পুজোর আয়োজন।। আজ সেই রথ সবার সহযোগিতায় এবং রথ তলা কমিটির উদ্যোগে, বিশাল আকার ধারণ করেছে এবং পুরীর মন্দিরের কোন অংশে কম নয়, বেলঘড়িয়ার এই রথ উৎসব ও রথ, সমস্ত কিছুই পুরীর মন্দির আদলে তৈরি হয়েছে এবং পুরীর রথ যে কার্ড দিয়ে তৈরি হয়, সেই কাঠ দিয়েই তিন মাস যাবত কঠোর পরিশ্রমে তৈরি হয়েছে বেলঘড়িয়া রথ এই রথ ৩৩ ফুট উঁচু। আগে যে রথ দিয়ে জগন্নাথ মাসির বাড়ি যেতেন তার দৈর্ঘ্য ছিল দেড় ফুট আজ আস্তে আস্তে সেই রথ ৩৩ ফুটে পরিণত হল , এই রদ দিয়েই জগন্নাথ তার মাসি বাড়ি যাবেন, সাজিয়ে তোলা হবে জগন্নাথ বলরাম সুভদ্রকে দুটো ফুল দিয়ে
আমরা আশা করছি আগামী কাল বহু দর্শনার্থী ভিড় করবে এবং তারা দেখতে পাবে পুরীর রথের অনুকরণে তিনটি রথ এবং এই তিনটি রথে জগন্নাথ বলরাম সুভদ্রা, তার মাসির বাড়ি যাবেন এবং সেখানে সাত দিন থাকার পর পুনরায় তাকে নিয়ে আসা হবে নিজের গৃহে, শুধু তাই নয় এর সাথে সাথে থাকছে ভোগের আয়োজন, কোন দিকেই কৃপণতা নয়, ভোগে থাকছে নানা পদের আয়োজন ,পোলাও, খিচুড়ি, সাদা ভাত থেকে পটলের দোরমা, এঁচোড়ের তরকারি ,পনিরের তরকারি ও বিভিন্ন রকমের পথ।, থাকছে কুপনের ব্যবস্থা এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে মাননীয় বিধায়ক জানালেন আমাদের বিভিন্ন কর্মসূচি এখান থেকেই ঘোষণা করা হবে। শুধু তাই নয় তিনি বলেন স্বয়ং মুখ্যমন্ত্রী গুপ্তিপাড়া ও মাহেশের পাশাপাশি এবার রথতলা কেউ তুলে আনতে চান রাজ্যের প্রথম সারিতে। আর আগামীকাল রথযাত্রা রথ উৎসব সকল দর্শকদের ও ভক্তদের আগাম শুভেচ্ছা জানালেন মাননীয় বিধায়ক ,এর সাথে সাথে বলেন, প্রতি বছর রথের আগের দিন এই রথ তলায় জগন্নাথের নব যৌবন দর্শন হয় ......। রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.