প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৬:১৫ পূর্বাহ্ণ
রামনবমী উৎসব পালিত হচ্ছে, সারা শহর ও জেলা জুড়ে শোভা যাত্রার মধ্য দিয়ে।
রামনবমী উৎসব পালিত হচ্ছে, সারা শহর ও জেলা জুড়ে শোভা যাত্রার মধ্য দিয়ে।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ""কলকাতা বু্রো"
৬ই এপ্রিল রবিবার, সারা শহর ও জেলা জুড়ে পালিত হচ্ছে শোভা যাত্রার মধ্য দিয়ে, রামনবমী উৎসব। সকালে কলকাতা, দমদমের হনুমান মন্দির থেকে এক বিশাল পদযাত্রা লেকটাউন অব্দি যায়।,

দক্ষিণ দমদম রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে ,এই শোভাযাত্রা আয়োজিত হয়। এই শোভাযাত্রায় লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুরে রামনবমী পূজার আয়োজন করা হয়েছে।।
সকাল থেকেই বহু ভক্ত উপস্থিত হয়েছেন। অন্যদিকে রামনবমীর তিথিতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাঢুড়াতে রাম মন্দিরের ভূমি পূজো উপস্থিত হয়।, এই পূজায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোনাচুড়াতে চার বিঘার জায়গার উপর তৈরি হবে রাম মন্দির, আগে থেকেই ঠিক করে রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাই রামনবমীর পূর্ণ তিথিতে ভূমি পূজো অনুষ্ঠিত হয়।

রামনবমীর পূর্ণ তিথিতে ভূমি পূজো অনুষ্ঠিত হয়।

রামনবমীর পূর্ণ তিথিতে ভূমি পূজো অনুষ্ঠিত হয়।

রামনবমীর পূর্ণ তিথিতে ভূমি পূজো অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল থেকেই এলাকায় জমে উঠেছিল মানুষের ঢল।, সকাল থেকে এই প্রস্তুতি ছিল তুঙ্গে, বহু মানুষের উপস্থিতিতে চলল রাম মন্দিরের ভুমি পুজো। রামনবমীর পুজো উপলক্ষে পুলিশ প্রশাসনের ছুটি বাতিল হয়,

বিভিন্ন স্থানে প্রায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়, যাতে কোনরকম গন্ডগোলের সৃষ্টি না হয়, থাকছে বেশিরভাগ অফিসারের গায়ে বডি ক্যামেরা, কেউ যদি এই পুজো উপলক্ষে ফেসবুক ও হোয়াটস অ্যাপে গুজব ছড়ায় করাকরি ব্যবস্থা নেবেন ,
আকাশে দ্রোন উড়িয়ে মিছিলে ও ভিড়ের উপর নজর রাখা হবে, সুস্থ ও শান্তিপূর্ণ মিছিল করার জন্যই এই সকল নির্দেশিকা দেন। তবে সকাল থেকেই শান্তিপূর্ণ ভাবে শোভাযাত্রা হচ্ছে।

""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ""কলকাতা বু্রো"
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.