রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিটেজ সালাস।
বঙ্গভবন প্রেস উইং জানায়, বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশ ও স্পেনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে স্পেনের রাজার একটি শুভেচ্ছাপত্র হস্তান্তর করেন
স্পেন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আশা করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য ও পর্যটন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
রাষ্ট্রপতি আশা করেন, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখবে স্পেন।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী স্প্যানিশ ভাষায় প্রকাশে সহযোগিতার জন্য স্পেনের সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে তাপদাহের কারণে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথভাবে কাজ করার উপর জোর দেন।
সাক্ষাতকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।