প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ণ
রুপগঞ্জ,,চাদাবাজ,সন্ত্রাসী ও ভূমিদস্যু মুজিবর ও হাবীবের বিরুদ্ধে রূপগঞ্জ থানা বরাবর সেলিমের স্বারক লিপি।
রুপগঞ্জ,,চাদাবাজ,সন্ত্রাসী ও ভূমিদস্যু মুজিবর ও হাবীবের বিরুদ্ধে রূপগঞ্জ থানা বরাবর সেলিমের স্বারক লিপি।
রাহাদুল ইসলাম রবিন।।
ভিও. দখলবাজি ভূমিদস্যু সৈরাচারীর বিরুদ্ধে, অবৈধ ভাবে, ব্যাবসায়ী সেলিম প্রধানের, ভূমি দখলের প্রতিবাদে,প্রসাশনের কাছে স্বারকলিপি প্রদান। রবিবার, ১০ নভেম্বর দুপুর ১ টায় রুপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ, লিয়াকত হোসেনের কাছে ভুক্তভোগী ব্যাবসায়ী সেলিম প্রধান স্বারক লীপি হস্তান্তর করেন। রূপগঞ্জের বিগত সময়ে রাজনৈতিক বিভিন্ন দলের দুর্বিত্ত, গনহত্যাকারী, সৈরাচারী আওয়ামিলীগ সরকারের দুসর দখলবাজ,সন্ত্রাসী, মুজিবর ও ভূমিদস্যু বালুখেকো হাবীব এবং তার বাহিনী অবৈধ ভাবে, জাপান ও বাংলাদেশ গ্রুপের চ্যায়ারম্যান ব্যাবসায়ী সেলিম প্রধানের ভূমি দখলের পায়তারা করছে। এর প্রতিবাদে সেলিম প্রধান গন-আহবান জানান। রুপগঞ্জ মডেল থানায় স্বারক লিপি প্রদান শেষে সেলিম প্রধান উরফে (ডন সেলিম) সাংবাদিকদের জানায়,
আমার অর্তমানে, দখলবাজ মুজিবর ও হাবীব অবৈধ ভাবে নকল চুক্তিপত্র করে,আমার বাড়ি ও কারখানা হিসেবে আমার যে জায়গাটি ব্যাবহার হচ্ছে, সেটিকে দখল করার চেষ্টা করছে। যেহেতু অবৈধ চুক্তিপত্র, জালসাক্ষর তৈরি করে দখলের চেষ্টা চালাচ্ছে, সে ক্ষেত্রে আমার কি করা উচিত? উনি আরো বলেন, দখলবাজ, চাদাবাজ, রূপগঞ্জের, গোলাম দস্তগির গাজী পালিত সন্ত্রাসবাহিনিরা আবার সক্রিয় হয়ে পরেছে। আমি বলে দিচ্ছি, (আই এম ব্যাক,) এই রুপগঞ্জের নতুন করে কোন সন্ত্রাসবাহিনি, চাদাঁবাজ হতে দেয়া হবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবের তিনি আরো বলেন, বর্তমান সর্কারের পাসে আছি এবং থাকবো। সাধারণ মানুষের কাছে আমার আহবান, এই সরকার কে নিয়ে নতুন রুপে, রুপগঞ্জ কে সাজিয়ে তুলবো। সন্ত্রাসী ও ভূমিদস্যু মুজিবর ও হাবিবের বিরুদ্ধে রূপগঞ্জ ওসির বরাবর সেলিমের স্মারকলিপি রাজনৈতিক দুর্বৃত্ত, গনহত্যাকারী, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসর সন্ত্রাসী ও ভূমিদস্যু মুজিবর ও হাবিব বাহিনী অবৈধ্যভাবে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের ভূমি দখলের প্রতিবাদে ১০ নভেম্বর রোববার দুপুর ১টায় রূপগঞ্জ অফিসার ইনচার্জ মোঃলিয়াকত আলী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন তিনি। স্মারকলিপি প্রদান শেষে সেলিম প্রধান ওরফে ডন সেলিম সাংবাদিকদের জানান
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.