প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
রুপগঞ্জ বিশ্বরোডে লেগুনা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে শিশু নারী সহ ১০ জন আহত
রুপগঞ্জ বিশ্বরোডে লেগুনা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে শিশু নারী সহ ১০ জন আহত
নারায়ণগঞ্জের লাঙ্গল বন্ধে সনাতন ধর্মালম্বীদের স্নান পূজা শেষে বাড়ি ফেরার পথে রুপগঞ্জ বিশ্বরোডে লেগুনা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে শিশু নারী সহ ১০ জন আহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিয়ে আসা হয় তাদের। আহতরা হলেন, বাসন্তী রানী দাস (৫২), ও তাঁর দুই মেয়ে শীলা রানী দাস (২৬) ও শিল্পী রানী দাস (২৮) ছোয়ারানী দাস (৫), বিশ্বনাথ দাস (৪৮), অমূল্য দাস (৫০), চায়না রানী দাস (৫০), মিলনী রানী দাস (৪৫), ঈশান দাস (৬) সুমিত্রা রানী (৬০)। আহত শিল্পী রানী দাসের স্বামী সোহাগ দাশ জানান, আমরা সবাই ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা। আজ আমাদের হিন্দু সম্প্রদায়ের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে স্নান পূজা ছিল। এ উপলক্ষে আমাদের প্রতিবেশী কয়েকটি পরিবারসহ সবাই লাঙ্গলবন্দে স্নান করতে গিয়েছিলাম। পরে সবাই মিলে একটি লেগুনা গাড়ি ভাড়া করে বাড়ি ফিরছিলাম। এ সময় রূপগঞ্জ বিশ্ব রোডের যাত্রাকোনা এলাকায় আমাদের বহনকারী লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় লেগুনায় থাকা নারী ও শিশুসহ প্রায় ১০ জন গুরুতর আহত হয়। আহতদের অনেকেরই মাথায় আঘাত পেয়েছে। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাদের। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ সন্ধ্যার দিকে রুপগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় নারী ও শিশুসহ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আহতদের সবাই হিন্দু ধর্মালম্বী। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.