নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাব্বির হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৬ মার্চ) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ২০২১ সালের সাব্বির হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। আসামিরা বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছেন।