নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে টাকা বিতরণ করার অভিযোগে আটক হওয়া দুইজনকে ২ বছরের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রোববার (৭ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামশাদ বেগমের আদালত দুই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন রূপগঞ্জের আগরপাড় এলাকার মৃত রতন মিয়ার ছেলে সবুজ (৩০) ও মিজান মিয়ার ছেলে নাঈম (২৭)।
তারা স্বতন্ত্র কেটলি প্রতিকের প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মী। কোর্ট পুলিশের পরিদর্শক মো: আসাদুজ্জামান বলেন, ‘তারা উভয়ই কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও ওই প্রার্থীর পক্ষে ভোট কিনতে টাকা বিলি করছিলেন বলে স্বীকার করেছেন।’ এর আগে ৬ জানুয়ারি দিবাগত রাতে নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে গুতিয়াবো এলাকার আগারপাড়ায় ভোটারদের মাঝে টাকা বিলি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন তারা। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে নগদ এক লাখ ৮০ হাজার টাকাসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমুল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার ও আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।