প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২১, ৯:০৭ অপরাহ্ণ
রূপগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
নগর সংবাদ।।নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুটি অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ সুমন (৩৪), পিতা-মৃত শাহাবুদ্দিন, চনপাড়া ৯নং গলি, রূপগঞ্জ , মোঃ চাঁন মিয়া ওরফে কামাল (৩৫), পিতা- মোঃ মজনু, চনপাড়া, রূপগঞ্জ, মোঃ মোজাহারুল (৩২), পিতা- শাহাবুদ্দিন, নাওড়া, রূপগঞ্জ ও মোঃ আমির হোসেন ওরফে আমির (৫২), পিতা- মৃত ইয়াছিন, নাওড়া, রূপগঞ্জ। শুক্রবার (৫ নভেম্বর) সকালে তাদের রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে র্যাব-১১’র মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.