রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারজানা ইসলাম মিশু (৩২) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের স্বামী তারিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা ইসলাম মিশু গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ দক্ষিণ শাহাবাজ এলাকার আব্দুল মান্নান মাস্টারের মেয়ে।
আটককৃত তারিকুল ইসলাম একই উপজেলার দক্ষিণ ধুমাইটারি মন্ডলপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তিনি রূপগঞ্জ উপজেলার মাঝিনা এলাকার মির কংক্রিট প্রোডাক্ট লিমিটেড কারখানায় চাকরি করতেন। তারা স্বামী-স্ত্রী মাঝিনা এলাকার নয়ন মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে । এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
নিহতের স্বামীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের ঘটনা স্বীকার করেছে আটককৃত স্বামী তারিকুল ইসলাম। জিজ্ঞাসাবাদে তারিকুল ইসলাম জানায়, তার স্ত্রী ফারজানা ইসলাম মিশুর অন্য এক যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এর জের ধরে প্রায় সময় ঝগড়াঝাঁটি হতো। অন্য দিনের মত আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এর এক পর্যায়ে তারিকুল ইসলাম উত্তেজিত হয়ে ছুরি দিয়ে গৃহবধূ ফারজানা ইসলাম মিশুর বুকে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।