নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৬ বছর বয়সী কিশোরী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, রাতুল, বাবর আলী, আব্দুর রহিম ও ছফু মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরী ও তার মা পরিবারসহ উত্তর তারাব এলাকায় বসবাস করেন। তার মেয়ে রূপগঞ্জের পাশের ডেমরা থানার স্টাফ কোয়াটার এলাকায় একটি প্যাকেজিং কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ১২ সেপ্টেম্বর রাতে কাজ শেষে সুলতানা কামাল ব্রিজ হয়ে বাড়িতে যাচ্ছিল। এসময় সে ব্রিজের পূর্বপাশে কয়েকজন শ্রমিক ওই কিশোরীকে তারাব ইউনিয়নের (বর্তমান পৌরসভা) সাবেক চেয়ারম্যান মোজাম্মেল চেয়ারম্যানের কেয়ারকেটার মন্টুর কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় মামলা বা কাউকে জানালে মেরে ফেলবে বলে হুমকি দেন তারা।
পরে ২৩ সেপ্টেম্বর রাতে অভিযুক্ত আসামিরা পূনরায় ওই কিশোরীকে গণধর্ষণ করেন।
সোমবার রাতে এ ব্যাপারে ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।