জানাগেছে, গত ২ বছর ধরে কাঞ্চন পৌর এলাকায় বালু ভরাট কাজে ব্যবহƒত ৩৭টি ড্রেজার মালিকের কাছ থেকে ৫ লাখ টাকা করে মাসোহারা আদায় করছে স্থাণীয় চাঁদাবাজরা। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কাঞ্চন পৌর এলাকায় একাধিকবার হামলা, ভাংচুর, লুটপাট ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ হামলার শিকার হচ্ছেন। ওই বাহিনীর কাছে কাঞ্চন পৌরবাসী জিম্মি হয়ে পড়েছে। এদের রুখতে গোয়েন্দা পুলিশের বিশেষ দল ও থানা পুলিশ কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় গোলাম রসুল কলির পোশাক তৈরি কারখানা থেকে দেশীয় অস্ত্র, তাজা ককটেলসহ ওই ৩জনকে আটক করে।