নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ ‘সজিব বাহিনী’ নামের এক কিশোরগ্যাং গ্রুপের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে তারাবো এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি গিয়ার সুইচযুক্ত ধারালো চাকু, একটি স্টিলের কাটারি এবং একটি সিজার (কাঁচি) উদ্ধার করা হয়।
আটকরা হলেন- উপজেলার তারাবো এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. সজিব হোসেন, তারাবো হাট্টিপাড়া এলাকার জসিমের ছেলে সুজন, তারাবো দক্ষিণপাড়া এলাকার মোজাম্মেলের ছেলে রনি, একই এলাকার সেলিম মিয়ার ছেলে সোহেল মিয়া ও তারাবো হাট্টিপাড়া এলাকার তাহের ইসলামের ছেলে খবির। তাদের প্রত্যেকের বয়স ১৯-২০ বছর।
র্যাব জানায়, আটকরা ‘সজিব বাহিনী’ নামের এক কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে তাদের প্রতিপক্ষ কিশোরগ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট দেখানোর জন্য তারাবো বালিরমাঠে চাপাতি, চাকু, স্টিলের কাটারি, কাঁচিসহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবত রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে বিশৃঙ্খলা করে আসছিল। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।