সোমবার ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১:০০
শিরোনামঃ
Logo ৪৬তম বিসিএসের ৮ মে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত-আট দফা দাবিতে চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের দীর্ঘ ৮০ ঘণ্টা অনশন Logo ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী দোসর ও ‘র’ এজেন্ট ভূমিদস্যু এড. রাকেশ বাহিনীর নির্যাতনের শিকার বিধবা নারী রাশমনি ভৌমিক সু-বিচার চান Logo সাত খুনের আসামিদের রায় কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন Logo নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু Logo বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ সুবর্ণচরে হাজারো পরীক্ষার্থী, ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি Logo প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ Logo ফিলিস্তিন, ভারত ও রোহিঙ্গা মুসলিমসহ বিশ্বের নিপীড়িত মুসলমানদের পক্ষে সংহতি জানিয়েছে দেশের সুন্নিপন্থি ইসলামী দল ও সংগঠন-দেশে অসংখ্য মাজারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা সুস্পষ্টভাবে জুলুম ও অমানবিক। বক্তারা সতর্ক করেন, ভবিষ্যতে যদি কোনো মাজারে হামলা হয়, তাহলে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করা হবে,বক্তারা বলেন। Logo সিরাজগঞ্জ চৌহালীতে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ Logo নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছররা গুলিতে দুই চোখের আলো হারানো মাহবুব আলম কে ছেড়ে গেলো-স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে Logo কুমিল্লা নগরীতে ৩০০ কিশোরের প্রকাশ্যে ছেনি, রামদা ও চাপাতি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া -আতঙ্কিত নগরবাসী

রোববার (২৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত- প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৩, ২০২২, ১:১১ পূর্বাহ্ণ
  • ২৪৯ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

রোববার (২৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

  আগামী ২৫ অক্টোবর একই স্থানে মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (২২ অক্টোবর) জেলা আওয়ামী লীগের বিভিন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে নৌকার আদলে নির্মিত হয়েছে বিশাল মঞ্চ। মঞ্চের পেছনে থাকবে বিশাল এলইডি স্ক্রিন। বিশাল মঞ্চে ৪ সারির চেয়ার বসানো হচ্ছে। মঞ্চের প্রথম সারিতে বসবেন আমন্ত্রিত কেন্দ্রের ১৩ নেতা, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ দলীয় তিনজন সংসদ সদস্য, মেয়র, জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক। পরবর্তী তিন সারিতে বসবেন জেলা আওয়ামী লীগের ৬৩ জন নেতা।

জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে ২০টি তোরণ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সম্মেলনস্থলের প্রধান ফটকও রয়েছে। মঞ্চের সামনে থাকছে ২৫ হাজার চেয়ার। প্রতিটি উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিটের নেতাদের আলাদা আলাদা গেঞ্জি, ফেস্টুন ও ব্যানার থাকবে।

সম্মেলনকে কেন্দ্র করে আগতদের মাঠের দুই পাশে একদিকে ১৫টি ও আরেকদিকে ১০টি মোট ২৫টি ভ্যানগাড়িতে পানির ব্যবস্থা করা হবে। প্রতিটি ভ্যানে পানির ড্রামে থাকবে বরফের ব্যবস্থা। পানিপানের জন্য থাকবে ডিসপসিবল গ্লাস।

নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্মেলনের মঞ্চের জন্য ব্যয় হচ্ছে প্রায় ১৭ লাখ টাকা। এই টাকায় আরও হচ্ছে আলোকসজ্জা, এলইডি স্ক্রিন, সাউন্ড সিস্টেম, চেয়ার, ডেকোরেটর ও মাইক। জেলা আওয়ামী লীগের নেতাদের খাবারের জন্য খরচ হবে প্রায় ৮ লাখ টাকা, তবে এটি উপজেলা ও প্রতিটি ইউনিটের নেতারা বহন করবেন। তোরণ ও ফেস্টুনের জন্য ধরা হয়ছে ১০ লাখ টাকা ব্যয়, এটি খরচ করবেন যারা আলাদা তোরণ ও ফেস্টুন সাঁটাবেন তারা। ৩৫ লাখ টাকার মোট বাজেট আপাতত ধরা হয়েছে। এই টাকার বাইরে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যয় ধরা হয়েছে ১ লাখ টাকা।

মঞ্চটি থাকবে ৩ দিন। আগামী ২৫ অক্টোবর একই স্থানে মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে মঞ্চের খরচ এই খরচের অন্তর্ভুক্ত বলে জানা গেছে। মহানগর আওয়ামী লীগের সম্মেলনে খাবারের খরচ সাড়ে ৬ লাখ টাকা ধরা হয়েছে।

আয়োজকরা জানান, বিশাল এ আয়োজনে অনেক সাশ্রয় করে খরচ করা হয়েছে। তবে সার্বিকভাবে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে যেটুকু প্রয়োজন সেটুকুই খরচ করা হয়েছে। এখানে ২৫ হাজার নেতাকর্মীর বসার ব্যবস্থা করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, সাহাবউদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell