প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২১, ১২:১৭ পূর্বাহ্ণ
লকডাউনে অসহায় হয়ে পড়েছে- বিভিন্ন পেশার সাধারন মানুষ
নগর সংবাদ।।বন্দর সদরের বিভিন্ন এলাকায় ঘুড়ে দেখা যায় বিভিন্ন পেশার সাধারন মানুষ লকডাউনে অসহায় হয়ে পড়েছে তাদের দেখার কেউ নেই
বন্দর সদরের এলাকারবিভিন্ন এলাকায় ঘুড়ে দেখা যায় ,সাধারন মানুষ প্রতিদিনের আয় দিয়ে চলে তার টানাটানির সংসার। গত বছরের মার্চে করোনা শুরুর পর থেকেই তার কাজ প্রায় বন্ধ। করোনায় সংক্রামণ হ্রাসে লকডাউন শিথিল হওয়ার পর আশার কিঞ্চিৎ আলো পেলেও কঠোর লকডাউনে মাথায় আকাশ ভেঙে পড়েছে।
‘গেল বছরের ধাক্কা এখনও সামলে উঠতে পারিনি। যে ধার করেছিলাম সেটা এখনও শোধ হয়নি। এখন আবার সবকিছু বন্ধ করে দিছে? বাপ-দাদার কোন সম্পত্তি নাই যে গ্রামে চলে যাব।’’ কোন সহায়তা পেয়েছেন কিনা এমন প্রশ্নে বলেন, “ কে করব আমাগো সাহায্য? কেউ একটা পয়সাও দেয়নি।’’ সামনের দিনগুলো নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.