আড়াইহাজার প্রতিনিধি।। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্রনালয় করোনাভাইরাস প্রতিরোধে ৭জেলায় ২২শে জুন থেকে ৩০জুন পর্যন্ত লকডাউনের ঘোসনা দিলে নারায়ণগঞ্জ সদর ,বন্দর সহ সকল থানা পুলিশ কঠোর অবস্থানে থাকলে গতকাল আড়াইহাজার আড়াইহাজার থানাধীন এলাকায় আড়াইহাজার উপজেলা প্রশাসন অবস্থান নেয় ।তার ধারাবাহিকতায়, বুধবার ২৩জুন লকডাউনের ২য়দিনে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌন অভিযান পরিচালনা করেন। আড়াই হাজার থানা সংলগ্ন বাজারে অভিযোন পরিচালনা করেন। এসময় দোকান দার কে ২০হাজার টাকা অর্থ দন্ড করা হয়। উক্ত অভিযানে অংশ নেন ।উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ উজ্জল হোসেন ও আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম প্রমুখ।অভিযোন পরিচালনা করেন। এসময় দোকান দার কে ২০হাজার টাকা অর্থ দন্ড করা হয়। উক্ত অভিযানে অংশ নেন ।উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ উজ্জল হোসেন ও আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম প্রমুখ।উপজেলা নির্বাহী অফিসার মো:সোহাগ জানান,লকডাউনে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন ।আড়াইহাজার সদর বাজারে অর্থদন্ডকরেন।দোকান খোলা রাখায় ,অর্থদন্ড প্রাপ্তরা হলেন ইয়াছিন,স্বপন দাস, আঃহাসিম, এনামুল, শফিক প্রত্যেককে ৫হাজার করে মোট২০হাজার টাকা অর্থদন্ড করা হয় ।অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।