লক্ষ্মীপুরে পুকুরে ডুবে আরিবা জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স ১ বছর ১০ মাস।
আবিরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মো. আরিফ হোসেন।
তিনি জানান, আসরের নামাজের অজু করতে গেলে তার মা বিউটি আক্তার ও চাচি স্বর্ণা আক্তার দেখতে পান আরিবার মরদেহ পানিতে ভাসছে। ধারণা করা হচ্ছে আরিবা সবার অগোচরে পুকুরে পড়ে মারা যায়। বাদ এশার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।