””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
৬ই নভেম্বর বৃহস্পতিবার, বেলঘড়িয়া, ১২৬ নম্বর ফিডার রোডের সংযোগস্থলে, লিস লারনেট ইনস্টিটিউট অফ স্কীলস , ৫ই নভেম্বর বুধবার, ঠিক সকাল দশটায়, একটি প্রেস মিটের মাধ্যমে বিস্ময় সৃষ্টি করলেন, গ্যাজুয়েট চাকুরী প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ এনে দিলেন, এমনটাই জানা গেলো বিথীন মন্ডলের কাছ থেকে।

তিনি এর আগে ২৫ শে অক্টোবর উৎকর্ষ বাংলা ও ইয়েস ব্যাংকের ভ্যাকেন্ট ও টপ ট্রেনিং এর ব্যবস্থা করেছিলেন, এই সকল ক্যান্ডিডেট এখন ট্রেনিংয়ে রয়েছে।, ট্রেনিং শেষ হলেই তাদের জব এর অফার দেওয়া হবে বলে জানান। বেশ কিছু চাকুরী প্রার্থীকে আমরা জব দিতে পেরেছি। বিভিন্ন সেক্টরে।আমাদের পথ চলা পাঁচ বছর ধরে, আমাদের ট্রেনিং চলে ৪ থেকে ৬ ঘন্টা।

এই প্রেস মিটে উপস্থিত ছিলেন, বিথীন মন্ডল ,শুভজিৎ ঘোষ, উত্তম বৈদ্য সহ অন্যান্যরা।তাহারা জানালেন সম্পূর্ণ ফ্রিতে ইন্টারভিউ ও ট্রেনিং এর মধ্য দিয়ে, গ্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের চাকুরীর সুযোগ করে দেওয়া হয়। তারি আজ একটি ইন্টারভিউ নেওয়া হয়েছে প্রথম রাউন্ডে , এরপর দ্বিতীয় রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ড ইন্টারভিউ হবে কোম্পানী গুলিতে,

এখানে পাঁচটি কোম্পানী এই সুযোগ দিচ্ছেন। এবং চাকুরীর জন্য কোন রকম টাকা পয়সা লাগবে না বা এখানে নাম এন্টি করতে গেলেও কোন টাকা পয়সা লাগবে না বলে জানালেন , শুধু তাই নয় কোম্পানিতে ফাইনাল ইন্টারভিউ এর পর যে কুড়ি দিন ধরে তাদের ট্রেনিং দেওয়া হবে শেখানেও কোন রকম টাকা পয়সার ব্যাপার থাকছে না।

তাহারা আরো জানালেন, যে সকল পিছিয়ে পড়া মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা গ্যাজুয়েট পাস করে চাকুরী পাচ্ছেন না , সেই সকল গ্রাজুয়েট চাকুরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, সরাসরি অফিসে এসে এবং অনলাইনের মাধ্যমে।

আমরা দুটি ট্রেনিং দেবো চাকুরি ব্যক্তিদের কুড়ি দিনের, একটি হলো কমিউনিকেশন স্কীল , কি হলো প্রফেশনাল স্কীন। এই ট্রেনিং চলবে, সোম থেকে শুক্রবার প্রতিদিন কাল ১০ টা থেকে বিকেল চারটে পর্যন্ত, এই ট্রেনিং হওয়ার পর আমরা তাদের বিভিন্ন জবের অফার দেবো, বিভিন্ন কোম্পানীতে জব প্রোভাইড করবো।

আরো জানা গেলো, স্টুডে যারা দায়িত্ব ও প্রাপ্ত রয়েছেন তাদের মুখ থেকে, মূর্তি আমরা গ্যাজুয়েট চাকরিপ্রার্থীদের জন্য এই সুযোগ দিয়েছি, পড়ে খুব শীঘ্রই আমরা টেন পাশ থেকে টুয়েলভ পাস পর্যন্ত ছাত্র-ছাত্রীদের এই এরকম সুযোগ থাকবে,

লিস লারনেট ইনস্টিটিউট অফ স্কীল, শুধু জব অফার করেন তাই নয়, তাহাদের নিজস্ব বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে,, আইটি সেক্টর থেকে হোটেল ম্যানেজমেন্ট, নার্সিং থেকে হেলথ কেয়ার, এবং ব্যাংকিং সেক্টর ,সবকিছু কোর্স করিয়ে থাকেন। দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এই ইনস্টিটিউটে শিখতে আসেন।,

ইনস্টিটিউটের তরফ থেকে জানালেন, আমরা গর্বিত, এই সকল চাকুরী প্রার্থীদের সুযোগ করে দিতে পেরে, বিভিন্ন কোম্পানিতে চাকুরী দিতে পেরে। আগামী দিনে আশা করব আরো বেশি ছাত্র-ছাত্রীদের পরিষেবা দেওয়ার।
