মাহবুব আলমঃ গাজীপুর জেলার কালিগঞ্জ থানাধীন শিমুলিয়া এলাকায় পাকা রাস্তার উপর দস্যু /ছিনতাইকারী কর্তৃক ২৬-১২-২০২৩খ্রিঃ রাত্র ০৮.৪৫ ঘটিকায় নগদ টাকা ও মালামাল লুন্ঠিত হবার পর সংবাদ প্রাপ্ত হইয়া কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ,জনাব মাহাতাব উদ্দিন এর দিক নির্দেশনায় কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)জনাব মোঃ রাজীব হোসেন,এস আই (নিঃ) মোশারফ হোসেন চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ লুণ্ঠিত নগদ টাকাও মালামাল ঘটনার০৪ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত আসামী ১।নেহাল (৩০), পিতা-কামরুজ্জামান, মাতা-আলেয়া বেগম,সাং-সপ্ন মহেরা থানা-মির্জাপুর,জেলা-টাঙ্গাইল,এ/পি সাং-পাচদোনা মোড়, থানা-পলাশ, জেলা-নরসিংদী, ২।মোঃ নাজমুল হোসেন প্রকাশ ওরফে নাহিদ (২৯), পিতা-জামাল হোসেন, মাতা-নাছিমা বেগম, সাং-ভাটুলিয়া থানা-তুরাগ, ডিএমপি, ঢাকা। ৩।মোঃ সোহেল রানা (৩৩), পিতা-আঃ আওয়াল, মাতা-শিরিনা বেগম,সাং-গচিয়াহাটা, থানা-কটিয়াদি,জেলা-কিশোরগঞ্জ,এ/পি সাং-কামারপাড়া( রফিক মিয়ার বাড়ি)থানা-তুরাগ,ডিএমপিদের দখল হইতে লুন্ঠিত নগদ টাকা ও মালামাল উদ্ধার করেন। এ সংক্রান্তে বাদীমোঃ আনোয়ার হোসেনএর লিখিত অভিযোগের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় ১টি দস্যুতা মামলা রুজু হয়। আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।