””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”
উত্তর ২৪ পরগণার চাকলা অবস্থিত ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধামে আগামী ১৪ই ডিসেম্বর ২০২৫, রবিবার (বাংলা ২৭শে অগ্রহায়ণ ১৪৩২) এক বৃহৎ লোকনাথ ভক্ত মহামিলন উৎসব অনুষ্ঠিত হলো।


সকাল ১১টা থেকে শুরু হওয়া এই দিনব্যাপী মহতী অনুষ্ঠানের আয়োজন করে শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ, চাকলা।




উপস্থিতিতে এই ভক্ত মহামিলন উৎসব এক অনন্য মাত্রা লাভ করে। ভক্তদের সম্মিলিত উপস্থিতিতে পুণ্যতীর্থ বাবার জন্মস্থান যেমন আলোকিত হয়ে ওঠে, তেমনি চাকলাধাম পরিণত হয় এক বিশাল মহামিলন ক্ষেত্রে।


অনুষ্ঠান উপলক্ষে আয়োজকরা সকল লোকনাথ ভক্তবৃন্দের সক্রিয় অংশগ্রহণ, সুচিন্তিত মতামত ও পরামর্শ আহ্বান করেন, যা শ্রী শ্রী লোকনাথ বাবার মহানাম, দর্শন ও মহিমা প্রচারের কার্যক্রমকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করবে বলে তাঁদের অভিমত।

বিভিন্ন মন্দির, মঠ ও আশ্রমের ভক্তদের উপস্থিতিতে আয়োজিত একদিন ব্যাপী অনুষ্ঠানে ব্রহ্মজ্ঞ-মহাপুরুষ বাবা লোকনাথের কৃপা সকলের উপর বর্ষিত হোক—এই কামনাই ব্যক্ত করেন আয়োজকরা।

