প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৩, ১:২৮ পূর্বাহ্ণ
শরিক দলগুলোর জন্য সাতটি আসনের বেশি নয়,প্রতিদ্বন্দ্বিতা করেই তাদের বিজয়ী হতে হবে-ওবায়দুল কাদের।
শরিক দলগুলোর জন্য সাতটি আসনের বেশি নয়,প্রতিদ্বন্দ্বিতা করেই তাদের বিজয়ী হতে হবে-ওবায়দুল কাদের।
শরিকদের কাউকে নির্বাচনে বিজয়ের গ্যারান্টি দেবে না আওয়ামী লীগ। প্রতিদ্বন্দ্বিতা করেই তাদের বিজয়ী হতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা কোনো ছাড় দেবে না। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা শরিক দলগুলোকেও সাতটির বেশি আসন ছেড়ে দেওয়ার সুযোগ নেই।’ শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন, ‘দেশে ভালো নির্বাচনের রেকর্ড হবে, কোনো পক্ষপাতিত্ব থাকবে না। কিন্তু বিএনপি এই নির্বাচন বানচালে অস্ত্র জোগাড় করছে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী প্রমুখ। এর আগে বৃহস্পতিবার শরিক দলগুলোর জন্য সাতটি আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। এ বিষয়ে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু জানান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে তিনটি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ-ইনু) তিনটি এবং জাতীয় পার্টিকে (জেপি-মঞ্জু) একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে বরিশাল-৩, মুস্তফা লুৎফুল্লাহকে সাতক্ষীরা-১ এবং ফজলে হোসেন বাদশাকে রাজশাহী-২ আসন ছেড়ে দেওয়া হয়েছে। আরও পড়ুন: ১৪ দলের শরিকদের ৭ আসন দিলো আওয়ামী লীগ এছাড়া, জাসদের হাসানুল হক ইনুকে কুষ্টিয়া-২, এ কে এম রেজাউল করিম তানসেনকে বগুড়া-৪ এবং মোশাররফ হোসেনকে লক্ষ্মীপুর-৪ আসন ছেড়ে দেওয়া হয়েছে। এর বাইরে জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে পিরোজপুর-২ আসন ছেড়ে দেওয়া হয়েছে। এই সাতটি আসনের মধ্যে শুধুমাত্র কুষ্টিয়া-২ আসনে আগে থেকেই কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। জোট শরিকদের জন্য এই আসনগুলো ছেড়ে দিতে দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে নেবে ক্ষমতাসীন দলটি।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.