প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৩, ১১:০৫ অপরাহ্ণ
শাজাহানপুরে স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত্মহত্যা
শাজাহানপুরে স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত্মহত্যা
বৃহস্পতিবার (৪ মে) বিকেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা।
রাজধানীর শাজাহানপুরের বাগিচা এলাকা থেকে লোবনা তামান্না (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি বলেন, বৃহস্পতিবার (৪ মে) বিকেলের দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাবল দিয়ে টিনের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাংসারিক কোনো ঝামেলার কারণে স্বামীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন তামান্না।
ওসি জানান, মৃত লোবনা তামান্না বরিশাল আগৈলঝাড়া উপজেলার জবসান সরদার বাড়ির মো. জামাল সরদারের মেয়ে। সম্প্রতি স্বামী রবিনের সঙ্গে বাগিচা ঝিলপাড় এলাকায় বসবাস করতেন।
স্বামী রবিনের বরাত দিয়ে মনির হোসেন মোল্লা বলেন, ৮ মাস আগে রবিন নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তামান্নার। প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তামান্নাকে বিয়ে করেন রবিন। এদিন (৪ মে) দুপুরে রান্না করে স্বামী-স্ত্রী এক সঙ্গে খাওয়া দাওয়া করেন। তারপরেই তার স্বামী রবিন বাইরে এসে ঘরের ফাঁক দিয়ে দেখতে পান, স্ত্রী ফাঁস দিয়ে ঝুলে আছে। তবুও বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.