নারায়ণগঞ্জ প্রতিনিধি(ফতুল্লা)
হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা আব্দুল আউয়াল বলেছেন, শাপলা চত্বরের রক্তের বিনিময়ে আল্লাহ ফ্যাসিস্টকে অপমান করে বের করে দিয়েছেন। তিনি (শেখ হাসিনা) যেন পুনরায় কোনোভাবে এই বাংলার জমিনে পা রাখতে না পারেন, সেজন্য আলেম উলামাসহ জনগণ সোচ্চার থাকবে। প্রয়োজনে তাকে মোকাবিলায় আরেকটা শাপলা চত্বর করতে বাধ্য হবো।মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় ফতুল্লার কাশীপুর এলাকার হাজিপাড়া মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাপলায় গণহত্যার বিচার ও শহীদদের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ উলামা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হেফাজতের নায়েবে আমির আব্দুল আউয়াল বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো দেশে রয়ে গেছেন। প্রেতাত্মার মতো তারা বিভিন্ন জায়গায় কুক্ষীগত করে রেখেছেন। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। এদেশের তৌহিদী জনতাকে আহ্বান করবো ফ্যাসিস্টদের কোনো দোসর যেন পদে বহাল হতে না পারে। তাদের চাকরিচ্যুত করে মামলার আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হোক।’তিনি আরও বলেন, ‘আমরা বদর দেখি নাই, উহুদ দেখি নাই, খন্দক দেখি নাই কিন্তু শাপলা চত্বর দেখেছি। এই শাপলা চত্বরের গণহত্যার করুণ দৃশ্য দেখলে বদর উহুদ ও খন্দর যুদ্ধের স্মৃতি মনে পড়ে। একদল ইসলামপ্রেমিক শাপলা চত্বরে গিয়েছিলেন আল্লাহ রাসুলের (সা.) ইজ্জত রক্ষার জন্য ব্লগারদের বিরুদ্ধে।’এসময় শাপলা চত্বরের ঘটনায় মামলা প্রত্যাহার ও হতাহতদের ক্ষতিপূরণের দাবি জানান হেফাজতের এই নায়েবে আমির।এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও আমলাপাড়া মাদরাসার মুহতামিম আব্দুল কাদির, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম, হাজিপাড়া মাদরাসার নায়েবে মুহতামিম আব্দুল আহাদ ও শিক্ষাসচিব মাহমুদুল হাসান।