রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের সংকট তৈরির আশঙ্কা করছেন ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) এক্সিকিউটিভ ডিরেক্টর টিআইএম নুরুল কবির।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সময় সংবাদকে তিনি এ কথা বলেন।
টিআইএম নুরুল কবির বলেন,
এফআইসিসিআইর এক্সিকিউটিভ ডিরেক্টর বলেন, বাংলাদেশের ফায়ার সেফটির অব্যবস্থাপনার চিত্র গোটা বিশ্বের কাছে আজ প্রচার হলো। ব্যবস্থাপনার ঘাটতি এবং এটির ইমপেক্ট দীর্ঘমেয়াদি।
‘বিদেশে যেকোনো কেপিআই বা রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিনিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হয়। কিন্তু বাংলাদেশে এর ঘাটতি লক্ষ্য করা যায়’, যোগ করেন তিনি।
সরবারহ ব্যবস্থপনায় বড় প্রভাব ফেলবে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বহুমুখী নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে সরকারি ও বেসরকারি উদ্যোগ জরুরি ভিত্তিতে নিতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে।
আমদানি কার্গো ভবনের ২ নম্বর কুরিয়া গেট থেকে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এক পর্যায়ে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
সবশেষ তথ্যানুযায়ী, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। এছাড়াও সিভিল অ্যাভিয়েশন, বিমানবাহিনী ও নৌবাহিনীর ইউনিটগুলোও আগুন নেভানোর চেষ্টায় যোগ দিয়েছে।