রবিবার ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৪:১৫
শিরোনামঃ
নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার-জড়িত কেউ রেহাই পাবে না বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে-তারেক রহমান অজ্ঞান পার্টির মূল হোতা নিজেই জ্ঞান হারিয়ে ফেলেন তার কাছে থাকা জুস পান করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ৩০ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে -সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ-আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে উপদেষ্টা আসিফ নজরুল,অবরুদ্ধ করে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পূর্ণ প্যানেলে জয়-সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেত্বাধীন প্যানেল’জামায়াত প্যানেল ভরাডুবি চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান আড়াইহাজারে আগ্নেয়াস্ত্র হাতে এক তরুণের ভিডিও ভাইরাল,আটক তরুণ গাজীপুরের শ্রীপুরে নারীকে গলা কেটে হত্যা করে মাটিচাপা,লাশ উদ্ধার প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আন্দোলনে ডিসি মাসুদের আসল ছবিকেই এআই বলে প্রচার করে- ডিএমপি

শিক্ষার্থীরা চাইলে ‘টাকা ফেরত’সাত কলেজে ভর্তি আবেদন বন্ধ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৯, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ
  • ১৩২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শিক্ষার্থীরা চাইলে ‘টাকা ফেরত’সাত কলেজে ভর্তি আবেদন বন্ধ।

ঢাকা প্রতিনিধি।। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিন্ডিকেট সভায় এটি প্রস্তাবনা আকারে উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদন হলে অধিভুক্তি বাতিল চূড়ান্ত হবে। তবে তার আগেই বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে কর্তৃপক্ষ।

 

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ, দুই উপাচার্য, রেজিস্ট্রারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। সেখানে ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। শিগগির সিদ্ধান্তগুলো প্রকাশ করা হতে পারে। গত ৬ জানুয়ারি ঢাবির অধিভুক্ত সাত কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলার কথা ছিল। ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী— এবার সাত কলেজের পাঁচটি ইউনিটে আসনসংখ্যা ২৩ হাজার ৫৩৮টি।

 

পাঁচটি ইউনিটে আবেদন নিয়ে পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে এসব আসনে শিক্ষার্থী নির্বাচিত করার কথা ছিল। তার আগে অধিভুক্তি বাতিলে এখন সব এলোমেলো। অধিভুক্তি বাতিল চূড়ান্তের আগেই ভর্তি স্থগিত! সাত কলেজের অধিভুক্তি বাতিলের যে ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে, তা তাৎক্ষণিক একটি সিদ্ধান্ত। এটি চূড়ান্ত করতে অবশ্যই সিন্ডিকেট সভা করার প্রয়োজন। তবে সিন্ডিকেটে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করার আগেই চলমান স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তির আবেদন স্থগিত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে কোনো ভর্তিচ্ছু আর আবেদন করতে পারবেন না। বৈঠকে অংশ নেওয়া একজন অধ্যক্ষ নাম প্রকাশ না করে নগর সংবাদ কে বলেন, ‘ঢাবি কর্তৃপক্ষ এ ভর্তি প্রক্রিয়া আর চালাতে চায় না। সেই ঘোষণা তো দিয়েছেন তারা। আজকে একটা মিটিং ছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে, আপাতত সাত কলেজের চলমান ভর্তি আবেদন বন্ধ থাকবে।’ বিষয়টি নগর সংবাদ কে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদও। তিনি বলেন, ‘বৈঠক ছিল। সেখানে ভর্তি বন্ধ রাখার একটা সিদ্ধান্ত হয়েছে। সেটা কীভাবে, কখন থেকে বন্ধ হবে; তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

Archive Calendar

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell