প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৫, ৩:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৩, ৮:৫৪ অপরাহ্ণ
শিবগঞ্জে বাসের ধাক্কায় অজ্ঞাত মোটরসাইকেল চালক নিহত
শিবগঞ্জে বাসের ধাক্কায় অজ্ঞাত মোটরসাইকেল চালক নিহত
বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নার্সারি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাসের ধাক্কায় অজ্ঞাত এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১১ জানুয়ারি) মাগরিবের নামাজের সময় সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ পৌর এলাকার নার্সারি মোড়ে দ্রুতগামী কানসাট অভিমুখে যাওয়া একটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেল চালককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন ওই মোটরসাইকেল চালকের নিহতের বিষয়টি নিশ্চিত করলেও তার নাম পরিচয় জানাতে পারেননি।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.