বিশেষ বত্ত্বা হিসাবে ছিলেন মাওলানা শওকত হোসেন, ক্বারি আবু তাহের, ,মাওলানা কাজি সাব্বির আহমদ , মাওলানা আজিজুল হাসান মাওলানা আবু জাফর মোহাম্মদ ফোরকান উদ্দিন,মাওলানা শহিদুল্লাহ, মাওলানা আকতার হোসাইন প্রমুখ। এই সময় বত্তরা বলেন- অশান্ত পৃথিবীতে শান্তির পয়গাম নিয়ে ধরাপৃষ্ঠে ইসলামের আগমন। বিশ্ববাসীর জীবন থেকে চিরকালের জন্য অশান্তিকে বিদায় জানাতে যার আগমন তাতে একমুহূর্তে জন্যও নেই অশান্তির সমর্থন!
মানবরচিত শান্তিকে আসল শান্তি মনে করে যারা ইসলাম কবুল করেনি কিংবা ইসলাম কবুল করার পরও বিজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণ ও অনুশীলন করেছে যারা পরকালে তারাই হবে মহা ক্ষতিগ্রস্ত, দেশ ও জাতির কল্যাণের জন্য কোরআন সুন্নাহ আলোকে তাফসিরুল কোরআন মাহফিলে বিকল্প নেই। মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন মাহফিল কমিটির সাধারন সম্পাদক মোঃ হামিদুল হক, মোঃ বকতিয়ার হোসেন,মোঃ বশির আহমদ, মোঃ শাহাদাত হোসেন মনি,মঈন উদ্দীন মিসবাহ, মোঃ সেলিম উদ্দিন,মোঃ জানে আলম,মাওলানা, আহমদ রেজা,মাওলানা আনোয়ার, হাফেজ মাওলানা, আরফাত হোসেন,মোঃ বেলাল, মোঃ নঈম উদ্দিন, মোঃ আরিফ হোসেন,মোঃ সাইফুদ্দিন, মোঃ আবদুল মান্নান, মোঃ রবিন,মোঃ জাবেদ, মোঃ সানাউল্লাহ, মোঃ তৈয়ব,মোঃ ওসমান,আব্দুল মন্নান, মোঃ ইস্কান্দার হোসেন এলাকাবাসী ও প্রবাসীবৃন্দগন।