,সাথে সাথে ছোট্ট শিশুটির মা জোরে বলে উঠলেন, আমর খুব বড় উপকার হলো, আমার ছেলেকে এইভাবে একটি যন্ত্র সাহায্য করে, আমি ওকে মানুষ করে তুলবো ও পড়াবো ।
সি সি সাহা কর্ণধার এবং সিগনিয়ার প্রস্তুতকারকের কর্ণধার বলেন, আমরা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করেছি, এই ধরনের প্রতিবন্ধীদের পাশে থেকে সহযোগিতা করা,ও শিশুদের সেবা করে আসছি, প্রতিবন্ধীদের জীবনকে উন্নত করার জন্য তাদের এই প্রয়াস বলে বারবার জানান,। এবং যাহাতে পরিবারের লোকেরা ছোট ছোট শিশুদের সামনা সামনি কোন চিকিৎসালয় আনতে পারেন তার জন্য আমরা বেশ কয়েকটি জায়গায় শাখা করার চেষ্টা করেছি
, যেমন প্রিন্স আনোয়া র শাহ রোড, ডানলপ, বারাসাত, সল্টলেক, মেদিনীপুর, নরেন্দ্রনগর ইত্যাদি, এই সংস্থাটি একটি ওয়ান স্টপ শ্রবন সমাধানকারী সংস্থা আমাদের ক্লিনিক গুলি ASSA/ABR এবং OAE এর মতো ব্যাপক পিডিয়াট্রিক পরীক্ষায় এবং ইএনজি, ই সি ও সি এইচ জি এবং ভি ই এম পি এর মতো ব্যালেন্স দিস অর্ডার,। পরীক্ষা সহ মৌলিক এবং উন্নত অডিও লজিস্ট পরীক্ষার জন্য সুবিধা দিয়ে ,শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর অডিওলজি ও পুনর্বাসনা দেয়। এই শ্রবন যন্ত্রের জন্য, ই এস আই এবং সাথে সাথে বেশ কয়েকটি মেডিকেল কলেজের সাথে যুক্ত ,শ্রবণ হিয়ারিং এইড ব্যবহারের ও বিক্রয়ের অনুমোদনের জন্য। এবং এস এম ই টু রেটিং দ্বারা পুরস্কৃত, এছাড়াও সাধারণ মানুষের জন্য finance এর সুযোগ সুবিধা রেখেছেন।
এটি সম্পূর্ণ সমাজ কল্যাণমূলক উদ্যোগ। এই সকল প্রসঙ্গে সি সি সাহা লিমিটেডের কর্ণধার বিক্রম সাহা বলেন প্রস্তুতকারকে সাথে সহযোগিতা করা এবং শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জীবনে আনন্দ আনার এটি একটি বিশাল সুযোগ, শিশুদের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আনায় আমার লক্ষ্য। সিগনিয়ার এর সর্বভারতীয় ডিরেক্টর ও অধিকর্তা অবিনাশ পাওয়ার অনুষ্ঠানটি চলাকালীন শ্রবণ সহায়ক প্রযুক্তির অগ্রগতির জন্য সিগনিয়ার প্রতিশ্রুতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি সকলের সাথে ভাগ করে নিয়েছেন, তিনি এই প্রচেষ্টাকে আরো মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য চেষ্টা করবেন। আগামী দিনে যাতে আরো কিছু শিশু উপকৃত হয় এবং তার পরিবার।।।। রিপোর্টার,,, শম্পা দাস ও সমরেশ রায়