নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ছয়টি নৌযানকে ৭১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
এসময় নৌ চ্যানেলের ওপর বার্দিং করা ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় এমভি মুজাহিদ জাহাজকে সাত হাজার, এমভি জান্নাতুল বাকি পরিবহন জাহাজকে সাত হাজার, এমভি শারযানা-৩ জাহাজকে ২৫ হাজার, এমভি সাব্বির আহমেদ-৭ জাহাজকে ১০ হাজার, এমভি রাফসান হাবিব-২ জাহাজকে ১৫ হাজার ও এমভি সোনার বাংলা-১ কে সাত হাজার মোট ৭১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং চ্যানেলের ওপর সবধরনের বার্দিং বন্ধ রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া সন্ধ্যার পর বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রয়েছে।
এসময় বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবুলাল বৈদ্যসহ ট্রাফিক পরিদর্শক ও নৌপুলিশের কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।