প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৩, ১:৩৮ পূর্বাহ্ণ
শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার থেকে পড়ে নিখোঁজের পর বন্দর শাহী মসজিদ এলাকার বাসিন্দা সুমন শেখের মরদেহ উদ্ধার
শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার থেকে পড়ে নিখোঁজের পর বন্দর শাহী মসজিদ এলাকার বাসিন্দা সুমন শেখের মরদেহ উদ্ধার ।বৃহস্পতিবার (১ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সুমন শেখ একটি চীনা প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন ।
ওসি মনিরুজ্জামান বলেন, বুধবার (৩১ মে) সকাল ৯টায় নদীতে নিখোঁজ হওয়ার পর সুমনের সন্ধানে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ-র ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ সকালে নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা আমাদের জানান। উদ্ধারের পর স্বজনরা সুমনের মরদেহ শনাক্ত করেছেন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.