প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৮, ২০২২, ২:৩৪ পূর্বাহ্ণ
শুভ,শুভ,শুভদিন- ইয়াসফিন সাহিলের শুভ জন্মদিন
নগর সংবাদ।।শুভ,শুভ,শুভদিন- ইয়াসফিন সাহিলের শুভ জন্মদিন ।হাজারো বছর ঘুরে আসুক এমন দিন।
নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন,আমলাপাড়া এলাকার সূর্য সন্তান, মানব দরদী জাতীয় পার্টি নেতা,বাংলাদেশের জনপ্রিয় সামাজিক সংগঠন জাগ্রত নারায়নগন্জ" প্রতিস্ঠাতা সভাপতি-করোনা যুদ্ধা সম্মাননা প্রাপ্ত- বিশিষ্ট ব্যবসায়ী রবিন হোসেন. এড,সিনথিয়া রহমান সিফাত এর একমাএ আদরের পুএ ইয়াসফিন সাহিল।
নিজ বাস ভবনে ঘরোয়া পরিবেশে শুভ জন্মদিন উদযাপন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, সাহিল এর নানাজান,কালীর বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ,সোহেল মার্কেট এর কর্নধার আতাউর রহমান সোহেল,নানীজান সহ সাহিলের বন্ধুমহল,এ সময় দেশ বাসী সহ সকল মানুষের জন্য দোয়া কামনা করা হয়।আল্লাহ পাক জনদরদী নেতা রবিন হোসেন এর পুত্র তার পরিবারের সদস্যদের নেক হায়াৎ দান করুন,সকল সময় যেন সাধারন মানুষের খেদমত করতে পারেন,,আমিন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.