প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৮:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২১, ২:০৭ পূর্বাহ্ণ
শুভ,শুভ, শুভদিন -” জাগ্রত নারায়ণগঞ্জ” সভাপতি-রবিন হোসেনের জন্মদিন
নগর সংবাদ।।শুভ,শুভ,শুভদিন-রবিন হোসেনের শুভ জন্মদিন।হাজারো বছর ঘুরে আসুক এমন দিন।
নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন,আমলাপাড়া এলাকার সূর্য সন্তান, মানব দরদী জাতীয় পার্টি নেতা,বাংলাদেশের জনপ্রিয় সামাজিক সংগঠনের প্রতিস্ঠাতা সভাপতি-করোনা যুদ্ধা সম্মাননা প্রাপ্ত-নারায়নগন্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, মোঃ রবিন হোসেন, ৩৮ বছরে পর্দাপন করেন।প্রিয় জনদরদী নেতা।তার অজান্তে তার সহ ধর্মিনী এড,সিনথিয়া রহমান সিফাত ওরএকমাএ আদরের পুএ ইয়াসফিন সাহিল।
২০/৬/২০২১-নেতার বাস ভবনে রাত ১২:১ মিনিটে ঘরোয়া পরিবেশে শুভ জন্মদিন উদযাপন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের খাদেমে বাদশাহ-রাজা শাহ্, সোহাগ, সহ কয়েকজন ব্যক্তি,এ সময় দেশ বাসী সহ সকল মানুষের জন্য দোয়া কামনা করা হয়।আল্লাহ পাক জনদরদী নেতা রবিন হোসেন ও তার পরিবারের সদস্যদের নেক হায়াৎ দান করুন,সকল সময় যেন সাধারন মানুষের খেদমত করতে পারেন,,আমিন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.