প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ২:৫০ পূর্বাহ্ণ
শুভ উদ্বোধন ‘শুভ উদ্বোধন”শুভ উদ্বোধন- নারায়ণগঞ্জ হাইস্কুলে” পলাশ কারাতে কুংফু সংস্থা “নতুন শাখা উদ্বোধন।
শুভ উদ্বোধন 'শুভ উদ্বোধন"শুভ উদ্বোধন- নারায়ণগঞ্জ হাইস্কুলে" পলাশ কারাতে কুংফু সংস্থা "নতুন শাখা উদ্বোধন।

শহর প্রতিনিধি।। নারায়ণগঞ্জ জেলার এক সময়ের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, নারায়ণগঞ্জ হাইস্কুল,নারায়ণগঞ্জ তথা সারা বাংলাদেশের সিমানা পার হয়ে ভিবিন্ন দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম অর্জন করেন,পলাশ কারাতে কুংফু সংস্থা, বাংলাদেশের ভিবিন্ন জেলায় রয়েছেন, পলাশ কারাতে কুংফু সংস্থার, প্রশিক্ষণ কেন্দ্র, উক্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন প্রয়াত, সাইদুর রহমান পলাশ, দেশ বিদেশের সু পরিচিত ব্যক্তিত্ব, পলাশ,

আজ শুক্রবার দুপুর ৩ ঘটিকায় নারায়ণগঞ্জ হাইস্কুলে পলাশ কারাতে কুংফু সংস্থা 'র শাখা উদ্বোধন হতে যাচ্ছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, বাবু চন্দন শীল,চেয়ারম্যান জেলা পরিষদ, নারায়ণগঞ্জ, উদ্বোধন করবেন,দিলীপ কুমার মন্ডল,জেলা প্রতিনিধি কালের কন্ঠ, নিউজ ২৪ ডটকম। বিশেষ অতিথি থাকবেন, আবু মোহাম্মদ শরীফুল হক শরীফ,১ নং সদস্য, ফতুল্লা থানা,আওয়ামীলীগ, শ্রী রঞ্জিত মন্ডল, সাধারণ সম্পাদক হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান, ঐক্য পরিষদ, নারায়ণগঞ্জ জেলা,

প্রদীপ কুমার দাস সভাপতি, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান, ঐক্য পরিষদ, নারায়ণগঞ্জ সদর, আলী আকরাম তারেক, পরিচালক, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব।সভাপতিত্ব করবেন, এডভোকেট কাজী মামুন, নারায়ণগঞ্জ জর্জ কোর্ট, সঞ্চালনা করবেন, এডভোকেট আব্দুল মান্নান বাংলাদেশ সুপ্রিম কোর্ট, নারায়ণগঞ্জ জর্জ কোর্ট, নারায়ণগঞ্জ, প্রধান প্রশিক্ষক,(পলাশ কারাতে কুংফু সংস্থা) সার্বিক তত্বাবধানে থাকবেন -আনিসুজ্জামাল( জুয়েল) আসলামুর রহমান টাইসন, জুয়েল রানা,জাহাঙ্গীর আলম। উক্ত অনুষ্ঠানে সকলে আমন্ত্রিত।
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.