শেখ হাসিনাসহ ২৬২ জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ।
ঢাকা প্রতিনিধি।।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬২ জনকে ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নেওয়া এবং অন্তর্বর্তী সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার বাদী, সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক, ২৬২ জনের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে এবং ১১ নভেম্বর বিজ্ঞপ্তি দাখিলের দিন ধার্য করেন।
শেখ হাসিনা ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম, জয় বাংলা ব্রিগেডের সদস্য কবিরুল ইসলাম, এডভোকেট কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, প্রফেসর তাহেরুজ্জামান, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাবিনা আক্তার তুহিনসহ আরও অনেকে।
এদিন আদালত ২৪ জনের গ্রেফতার দেখানোর আবেদনও মঞ্জুর করেন। অন্য পলাতক আসামিদের আদালতে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জুম মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করা হয়, যেখানে ৫৭৭ জন দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণ করেন। মিটিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য নেতা-কর্মীরা বৈধ সরকারকে বাধা দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
পরবর্তীতে, ২০২৫ সালের ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১৪ আগস্ট চার্জশিট দাখিল করা হয় এবং আদালত ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।